স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ এপ্রিল : সুশাসন জামানায় রাস্তাঘাটে জনগণের ভোটে জয়ী হওয়া জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আমলা বাবুদের এসকটের যন্ত্রণায় আতঙ্কিত সাধারণ মানুষ। বিলাসবহুল শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি করে সুশাসন জামানায় আরাম বেড়েছে তথাকথিত বাবুদের। যারা একসময় পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছাতেন, তারা এখন অর্ধ কোটি টাকার গাড়ি দিয়ে জনগণের কাছে পৌঁছায়। রাষ্ট্রবাদী হলে কি ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায় সেটা বর্তমান সুশাসন জামানায় ভালো করেই প্রত্যক্ষ করছে মানুষ। উদয়পুরে বিগত বছর প্রশাসনিক এক আধিকারিকের গাড়ির ধাক্কায় প্রানহানি ঘটনা ঘটলেও হুশ ফিরল না তথাকথিত রাষ্ট্রবাদীদের।
এবার উদয়পুরেই এক পুলিশ ভিআইপি বাবুর গাড়ির ধাক্কায় মৃত্যুর সাথে পাঞ্জা লাগছে তিনজন। এবং ঘটনাস্থল থেকে পালিয়ে নিজের মুখ লুকালেন পুলিশ অধিকারিক। এটাই কি সুশাসন জানতে রাস্তায় বসলো সাধারণ জনগণ। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুরে এক পুলিশ আধিকারিক আগরতলা থেকে উদয়পুরে দিকে যাওয়ার পথে উদয়পুর রাজার বাগ এলাকায় তার এসকর্ট টি আর ০৩ এল ৫৪৩৩ নম্বরে একটি বাইককে ধাক্কা দেয়। আর এতে বাইকে থাকা তিনজন গুরুতর আহত হয়। এলাকার লোকজন এই ঘটনা দেখতে পেয়ে ছুটে আসে। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলো সুমন কুমার মরসুম, বয়স ১৮ , গীতশরি মরসুম, বয়স ১৮ ও আরগিতা মরসুম, বয়স ৩ বছর। প্রত্যেকের বাড়ি পিত্রায়। এদিকে এই ঘটনা এলাকাবাসী উদয়পুর সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে রাজারবাগ এলাকা।
এলাকাবাসীর অভিযোগ ভিআইপি গাড়িটি পুলিশের কোন অফিসার ছিলেন। ভিআইপি গাড়ি না থামিয়ে সুজা মাতাবাড়ির দিকে চলে যায় বলে এলাকাবাসীর অভিযোগ। এই ঘটনা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বসে। খবর পেয়ে পুলিশের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় অবরোধ তোলার জন্য। এদিকে গোমতী জেলা হাসপাতালের শল্য বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ পাল সাংবাদিকদের জানিয়েছেন আহত তিনজনেই চিকিৎসাধীন। তাদের হাতে পায়ে মাথায় গুরুতর আঘাত লেগেছে। সিটিস্ক্যান চলছে। বর্তমানে তিনজনই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। যাইহোক, মন্ত্রী বিধায়ক ও ভিআইপি বাবুরা যখন যেদিকে যাচ্ছেন সেদিকেই প্রকার ভাবে মানুষকে আতঙ্কিত করে তুলছেন তারা। তাদের এসকর্টের বাহার মানুষকে রীতিমতো ঘৃণা বর্ষণ করতে বাধ্য করছে। যেমন আগরতলা শহরে, তেমনি আগরতলা শহরের বাইরেও তারা যখন প্রশাসনিক কাজে বা ব্যক্তিগত কাজে ছুটছেন তখন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে তারা ব্যাতিব্যস্ত করে ছাড়ছে। সাইরেন বাজিয়ে তারা যানজটের মধ্যেও মানুষকে হয়রানি করছে। এগুলি নিয়ে নানা সময়ে মানুষের মুখে ছিঃ ছিঃ রগ উঠলেও কোন হুশ জ্ঞান ফিরছে না তাদের। তারা ভাবছেন তাদের বিলাসবহুল গাড়ি এবং এসকটের বাহারে মানুষ মুগ্ধ হচ্ছে। কিন্তু মানুষ যে কতটা তিতি বিরক্ত সেটা বলার অপেক্ষা রাখে না।