Sunday, April 20, 2025
বাড়িরাজ্যসমস্যার সমাধান না হলেও মেঝেতে বসে ছবি তুললেন মন্ত্রী

সমস্যার সমাধান না হলেও মেঝেতে বসে ছবি তুললেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ এপ্রিল : শনিবার গণ্ডাছড়া সফরে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি প্রথমে জগবন্ধু পাড়া হাই স্কুল এবং পরে গণ্ডাছড়া এসটি বয়েজ হোস্টেল ঘুরে দেখেন। বিদ্যালয় ও হোস্টেলের পরিকাঠামোগত নানা সমস্যার চিত্র উঠে আসে সরাসরি ছাত্রছাত্রীদের মুখে। কোথাও পানীয় জলের অভাব, কোথাও পর্যাপ্ত বেঞ্চ বা ক্লাসরুমের সংকট, আবার কোথাও খেলাধুলার জন্য মাঠ নেই। বহু প্রতিষ্ঠানে এখনো মূলভিত্তির উন্নয়ন প্রয়োজন। মন্ত্রী স্বীকার করেন, বিগত সরকারের সময়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবহেলিত ছিল।

 কিন্তু এখন আর উপেক্ষার জায়গা নেই—এই সরকার পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। বিকাশ দেববর্মা জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিটি বিদ্যালয় ও হোস্টেলের সমস্যার বাস্তব চিত্র জানতে হলে মাঠে নামতে হয়। ঘরে বসে সিদ্ধান্ত নিলে হবে না। শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগ পরীক্ষা পে চর্চা-তে মন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, এই অনন্য উদ্যোগ ছাত্রছাত্রীদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। সেখানে প্রধানমন্ত্রী নিজে এক শিক্ষক বা অভিভাবকের মতো করে তাদের সঙ্গে কথা বলেন। শেখার পথে ভয় নয়, প্রয়োজন আত্মবিশ্বাস। অন্তরের টান ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার অগ্রগতিতে মন্ত্রীর এই অংশগ্রহণ শিক্ষাজগতের পক্ষে নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক বার্তা বহন করে। আশাপ্রকাশ করা যায়, সরকারের এই মানবিক ও আধুনিক দৃষ্টিভঙ্গি আগামী দিনে রাজ্যের শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দেবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য