Sunday, April 20, 2025
বাড়িরাজ্যসেনাবাহিনীর কারণে বিদ্যালয়ে জটিলতা সৃষ্টি, উদ্বিগ্ন বিদ্যালয় পরিচালন কমিটি

সেনাবাহিনীর কারণে বিদ্যালয়ে জটিলতা সৃষ্টি, উদ্বিগ্ন বিদ্যালয় পরিচালন কমিটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ এপ্রিল : ২০২৩ -এর নির্বাচনের আগে থেকে আগরতলা প্রগতি বিদ্যা ভবন দেওয়া হয়েছিল আধা সাময়িক বাহিনীর জওয়ানদের। আধা সাময়িক বাহিনীর  জওয়ানরা এখনো বিদ্যালয়ের ক্লাস রুম বিভিন্ন জায়গা দখল করে বসে আছে। ফলে ব্যাঘাত ঘটছে পড়াশোনায়। ছাত্র ছাত্রীদের সঠিকভাবে পড়াশোনা করানো যাচ্ছে না। ইতিমধ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। শনিবার নতুন করে বিদ্যালয় পরিচালন কমিটির বৈঠকে পুনরায় পরিচালন কমিটির সদস্যরা এ ব্যাপারে আলোকপাত করেন।

 আরো জানান, ২০২৩ সালে বিধানসভা নির্বাচনের পর লোকসভা নির্বাচন এবং উপনির্বাচন হয়েছে। অথচ এখান থেকে বি এস এফ জওয়ানরা অন্যথায় যাচ্ছে না। তারা বিদ্যালয়ের পুরনো পাকা ভবনটি এবং মিড ডে মিল কক্ষ দখল করে বসে আছে। এ বিষয়ে শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তার কাছে জানানো হয়েছে। তিনি এই বিষয়ে সদর মহকুমা শাসককে চিঠি দিয়ে অবগত করেছেন। দ্রুত যাতে তাদের বিদ্যালয় থেকে অন্যথায় ছড়ানো হয় তার জন্য দাবী জানানো হচ্ছে। নাহলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা এবং মিড ডে মিলের ক্ষেত্রে বড় সমস্যায় করতে হচ্ছে। রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদারকে সভাপতি করে গঠিত হয়েছে নতুন কমিটি। শনিবার এই কমিটি স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মীদের নিয়ে স্কুলের উন্নয়ন নিয়ে বৈঠক করেন। এবং এই বৈঠক স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যার তুলনায় শিক্ষক স্বল্পতা  নিয়ে আলোচনা হয়। অবিলম্বে এই সমস্যার সমাধান হবে বলেও জানান কমিটির সদস্যরা। এখন দেখার বিষয় কবে নাগাদ এই সমস্যার সমাধান হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য