Saturday, June 14, 2025
বাড়িরাজ্যউদ্ধার মৃতদেহ, সঙ্গে মিলল ব্রাউন সুগারের কৌটা

উদ্ধার মৃতদেহ, সঙ্গে মিলল ব্রাউন সুগারের কৌটা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ এপ্রিল : রাজধানীর বটতলা জহর ব্রিজের নিচে উদ্ধার এক যুবকের মৃতদেহ। সকাল দশটা নাগাদ স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেয় বটতলা ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায়। পুলিশ জানায় মৃত যুবকের শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। কিন্তু তার পাশে ব্রাউন সুগারের কিছু খালি কৌটা পাওয়া গেছে। এর থেকে মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। পুলিশ আরো জানায় তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ভোটার আইডি কার্ড।

যার মধ্যে লেখা রয়েছে তার নাম স্বপন দাস। বাড়ি তেলিয়ামুড়া কৃষ্ণপুর এলাকায়। পুলিশ এদিন সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে জানান বটতলা ব্রিজের নিচে নেশা কারবারীদের আসর জমে থাকে। পুলিশ বহুবার চেষ্টা করেছে তাদের গ্রেপ্তার করার জন্য, তারা নদী দিয়ে পালিয়ে যায়। তারপরও মঙ্গল দ্বীপ বিশ্বাস নামে এক মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ। কিন্তু কোনভাবেই এলাকায় নেশার রমরমা বন্ধ করতে পারছে না পুলিশ। বটতলা ফাঁড়ির ১০০ মিটারের মধ্যে চলছে নেশার কারবারিদের আনাগোনা। দিনরাত ২৪ ঘন্টা নেশা কারবারীদের উপদ্রুবে অতিষ্ঠ পথচারীরা। এলাকায় চুরি, মারপিট, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা বেড়ে চলেছে। অথচ পুলিশ নিরব দর্শক। আগেও বহুবার এমন মৃতদেহ উদ্ধার হলেও পুলিশ বসে আঙ্গুল চুষছে। কারণে পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন সময় মানুষ অভিযোগ তুলেছে। পুলিশের মদতে এবং প্রশ্রয়ে নেশা কারবারীদের দ্বারা গোটা এলাকার দূষিত হয়ে গেছে বলে মনে করছে সচেতন মহল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য