স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ এপ্রিল : শনিবার সাত সকালে উদয়পুর মহকুমা হোলাক্ষেত স্কুল পাড়া এলাকায় একটি জমিতে শিবানী দাস নামে ৪৭ বছর বয়সী এক মহিলার মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান শনিবার ভোরবেলা পুলিশের কাছে খবর আসে হোলাক্ষেত স্কুল পাড়া জমিতে এক মহিলার মৃতদেহ পর রয়েছে। পুলিশ পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে এসে মহিলাকে শনাক্ত করতে পেরেছে। নাম শিবানী দাস।
দুই ছেলে এক মেয়ে রয়েছে। স্বামী অন্য জায়গায় থাকে। তাদেরকে খবর দেয়া হয়েছে। মহিলার মুখে ও শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। পরিবারের তরফ থেকে যদি লিখিত অভিযোগ না করা হয় তবে পুলিশের তরফ থেকে মামলা নিয়ে তদন্ত করবে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন। এই ঘটনায় এলাকা চাঞ্চল্য দেখা দিয়েছে। মহিলার এক আত্মীয় জানিয়ে মহিলা স্বামীর সঙ্গে গত কিছুদিন আগে কোন একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। দুই ছেলে বাড়িতে থাকে না। মেয়েরও বিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে ঘটনার পেছনে রহস্য রয়ে গেছে। পুলিশের তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করছে এলাকার লোকজন।