Friday, February 7, 2025
বাড়িরাজ্যএকরাতে ৪ গরু চুরি

একরাতে ৪ গরু চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে :গোমতী জেলায় উদ্বেগজনক ভাবে বাড়ছে গরু চুরির ঘটনা। আবারো দুটি চুরির ঘটনায় ৪ টি গরু নিয়ে চম্পট দেয় চোরেরা। উল্লেখ্য, সীমান্তের কাঁটা তারের বেড়া কেটে দুটি গরু চুরি করে নিয়ে গেল চোরেরা। ঘটনা করবুক মহকুমা ঘোড়াঘাপ্পার এল কে পাড়া এলাকায়। জানা যায়, সোমবার গভীর রাতে করবুক মহাকুমা অন্তর্গত ঘোড়াঘাপ্পার এল কে পাড়ায় থাকা সিন্ধু মালা ত্রিপুরার দুটি গরু চুরি করে নিয়ে যায় বাংলাদেশী চোরেরা। গরু দুটি বন্ধন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে কিনেছিলেন। সীমান্ত এলাকায় সঠিক ভাবে প্রহরা না থাকায় এই চুরি কান্ড ঘটেছে বলে অভিযোগ গরুর মালিক সিন্ধু মালা ত্রিপুরার। এলাকাবাসীর দাবি সীমান্তের গেইট খুলে দিলে সীমন্তের ওপারে গিয়ে গরু দুটি খুঁজে আনবে। পাশাপাশি সীমান্ত রক্ষীদের ভূমিকা নিয়ে তুলে প্রশ্ন।

এদিকে চুরির ঘটনায় চাঞ্চল্য উদয়পুর জামজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ড। জানা যায় , জামজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজধর নগর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম সিংহ দুটি গরু চুরি হয়ে যায় চোরেরা। সোমবার রাতে বাড়ির লোকজনদের ঘুম ভাঙলে বাড়ি উঠানে এসে নজরে আসে গরু দুটি নেই। সাথে সাথে চিৎকার-চেঁচামেচি শুরু করে গরুর মালিক উত্তম সিংহ। দুটি গরুর উপর নির্ভর ঘরের রুজগার। গবাদিপশুর মালিক উত্তম সিংহ জানান গবাদিপশু দুটি প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা মূল্য। পরে গরুর মালিক থানায় একটি মামলা রুজু করে। উত্তম সিংহের বাড়ি থেকে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং উত্তম সিংহের গরু প্রতিপালন করে স্বনির্ভর হওয়ার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য