স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার জন্য রাজ্য সরকার বিশেষ আর্থরাশি প্রদান করেছে। সেই মোতাবেক উন্নয়নমূলক কাজে হাত দিতে সরজমিনে গেলেন মেয়র দীপক মজুমদার। এলাকার বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখেন তিনি। কথা বলেন স্থানীয়দের কাজ সাথে।
এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। পরে মেয়র বলেন আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে ১৬ লক্ষ টাকা করে উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ করা হয়েছে। সেই মোতাবেক যাবতীয় কাজকর্ম চলছে বলে জানান দীপক মজুমদার। আরো বলেন যে প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আগরতলা পুর নিগম গঠিত হয়েছে। সেগুলি পূরণের জন্য যাবতীয় উদ্যোগ গত ৫ মাসে গ্রহণ করা হয়েছে। নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট, বাজার, জলাশয়, বর্জ্য ব্যবস্থাপনা সহ আগরতলা শহরকে আধুনিক ও উন্নত করার লক্ষ্যে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মেয়র। পরে ৫ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। যে সমস্ত ড্রেনের কাজ সম্পন্ন হয়নি এবং যেগুলি সংস্কারের প্রয়োজন রয়েছে তা খতিয়ে দেখেন। প্রয়োজনে এলাকাবাসীর স্বার্থে আগরতলা পুর নিগম কাজ শুরু করবে বলে জানান মেয়র। বেশ কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই উন্নয়নমূলক কাজ শুরু হয়ে গেছে। আরো বলেন আগরতলা সার্বিক উন্নয়নের স্বার্থে পূর নিগম যথার্থ ভাবে কাজ করছে। মেয়র ছাড়াও সঙ্গে ছিলেন কর্পোরেটর লতা নাথ, উত্তর জোনের চেয়ারম্যান গৌতম চন্দ প্রমুখ।