Friday, April 25, 2025
বাড়িরাজ্যশূন্যপদ পূরণ করা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতে চাইছে প্রধান বিরোধী দলের যুব...

শূন্যপদ পূরণ করা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতে চাইছে প্রধান বিরোধী দলের যুব সংগঠন : যুব মোর্চা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ এপ্রিল :  রাজ্যের যুবকদের বিভ্রান্ত করার জন্য রাজ্যের প্রধান বিরোধী দলের যুব সংগঠন একটি সাংবাদিক সম্মেলন করেছে। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তাদের দলের নেতৃত্ব যে তথ্যগুলি প্রকাশ করেছে সেই তথ্যের মিল নেই। বর্তমানে রাজ্যে এবং দেশে যে সরকার চলছে তারা যুবকদের স্বার্থে কাজ করছে। এটা বিকাশ মুখী সরকার। এই সরকার যুবকদের চাকরি দেওয়ার ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করছে। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বললেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব।

 তিনি বলেন ২০০৩ সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২০০২ সালে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তারপর ২০০৩ সালের নির্বাচনের পর চাকরি দেওয়া হয়নি। একইভাবে ২০০৮ সালে বিধানসভা নির্বাচনের আগে ২০০৬ সালের বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু চাকরি দেয়নি। পরবর্তী সময় ২০০৯ সালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় ২০০২ সালে, ২০০৬ সালে এবং ২০০৯ সালে বায়ো সাইন্সের চাকরির ফর্ম পূরণ করেছিল তাদের ২০১০ সালে আর ফর্ম পূরণ করতে হবে না।

এর দ্বারা স্পষ্ট কারা ২০০২ সাল থেকে ২০১০ পর্যন্ত চাকরি ঝুলিয়ে রেখেছিল। পরে তাদের চাকরি হলেও সে চাকরি হাইকোর্টের রায় চলে যায়। তিনি আরো বলেন, বামফ্রন্ট সরকারের আমলে বেকাররা ষড়যন্ত্রের শিকার হয়েছিল। দীর্ঘ ১৭ বছর প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়নি। বর্তমান সরকার গত সাত বছরে নিয়োগ-নীতি মেনে বিভিন্ন দপ্তরে ১৬ হাজার ৪৫১ জনের শূন্য পদ পূরণ করেছে। বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং চুক্তিতে ৫,৭৭১ জনকে চাকরি দেওয়া হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে রাজ্যের বেকারত্বের হার জাতীয় স্তর থেকে অনেক বেশি ছিল। জাতীয় স্তরে বেকারত্বের হাত ছিল ৫.৮ শতাংশ এবং ত্রিপুরায় বেকারত্বের হাত ছিল ১০ শতাংশ। বর্তমানে ক্রমশ নিম্নমুখী হচ্ছে বেকারত্বের হার। ২০২৩-২৪ অর্থবছরে রাজ্যে বেকারত্বের হার ১.৭ শতাংশ এবং জাতীয় স্তরে বেকারত্বের হার ৩.২ শতাংশ। এর দ্বারা প্রমাণ করে দিন দিন বেকারত্বের হার রাজ্যে এবং দেশে হ্রাস পাচ্ছে। কারণ বেকারদের জন্য কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্বচ্ছ নিয়োগ নীতি রাজ্যে চালু হয়েছে। এমনটাই দাবি করলেন যুব মোর্চার সভাপতি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!