স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ এপ্রিল : পানীয় জল, রাস্তাঘাট ও বিদ্যুতের সংস্কারের দাবিতে সাব্রুম – আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসী। ঘটনা সাব্রুম জলেফায়। ঘটনার বিবরণে জানা যায় সাব্রুম মহকুমার জলেফা বাজার এলাকায় দীর্ঘদিন যাবত পানীয় জলের সঙ্কট চলছে। একই সঙ্গে রাস্তাঘাট ও বিদ্যুৎ সংস্কারের অভাবে ভুগছে পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের হাই স্কুল পাড়া এলাকার মানুষ।
এ বিষয় গুলি নিয়ে পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনের নিকট বারবার জানিয়েও কোন প্রতিকার না পেয়ে আজ এলাকার বাসিন্দারা সাব্রুম – আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধে বসেন। খোদ সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনের এলাকায় এহেন জন দুর্ভোগের ঘটনায় চেয়ারপার্সনের ভূমিকায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়। কয়েক মাস আগেও জাতীয় সড়কে অবরোধে বসেছিলেন এলাকার জনগণ। সে সময়ও প্রশাসনের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন। কিন্তু দুর্ভোগের চিত্র তথৈইবচ। এদিকে এলাকার এক ব্যক্তি জানান, দীর্ঘ দশ থেকে বারো বছর যাবত রাস্তাটির বেহাল দশা। রাস্তাটি দিয়ে একবার যাতায়াত করলে দ্বিতীয়বার যাতায়াত করার ইচ্ছে হয় না। সবচেয়ে বড় বিষয় হলো রাস্তা দিক দিয়ে কোন রোগীকে পর্যন্ত হাসপাতাল নিয়ে যাওয়া যাচ্ছে না।
প্রধান কাউকে পাত্তা দেয় না। জলের সমস্যার কথা জানানো হলে তিনি জানান জল জীবন মিশন এর কাজ চলছে। কিছুদিন পরে ঠিকাদার এসে এই কাজ দ্রুত সম্পন্ন করবে। অথচ এভাবে দিনের পর দিন কেটে যাচ্ছে, সুশাসন জামানায় প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এখন দেখার বিষয়, কবে নাগাদ পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের হাই স্কুল পাড়া এলাকার জনগণের দুর্ভোগ লাঘব হয়।