স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ এপ্রিল : দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে এইবার মূল্য বৃদ্ধি পেল রান্নার গ্যাসের সিলিন্ডারের। এক লাফে সিলিন্ডার প্রতি ৫০ টাকা মূল্য বৃদ্ধি পেল। মাথায় হাত নিম্ন বিত্ত ও মধ্য বিত্তদের। সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি ঘোষণা করেন রান্নার গ্যাসের মূল্য সিলিন্ডার প্রতি ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে এই নয়া মূল্য কার্যকর হয়েছে। আগে রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য ছিল ৮২৯ টাকা ৫০ পয়সা। বর্তমানে রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৭৯ টাকা ৫০ পয়সা।
ভর্তুকি বিহীন এবং ভর্তুকিযুক্ত উভয় গ্রাহকের জন্যই রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ভোক্তাদেরও দিতে হবে অতিরিক্ত এই মূল্য। সাধারন জনগণের দাবি গ্যাসের সিলিন্ডারের মূল্য হ্রাস করুক সরকার। সাধারণ জনগণের সাথে সুর মিলিয়ে মঙ্গলবার বিকালে সিপিআইএম সদর মহকুমা কমিটি দাবি তুলেছে অবিলম্বে রান্নার গ্যাসের মূল্য হ্রাস করার জন্য। সিপিআইএম মহকুমা অফিস থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
উপস্থিত সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী বলেন, বিকশিত ভারতের নাম করে বর্তমান সরকার ওয়ার্ক অফ আইন পাশ করেছে। এ আইনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা ও জমা পড়েছে। সংখ্যালঘুদের অধিকার খর্ব করতে এ আইন এনেছে সরকার। তা নিয়ে গোটা দেশ তোলপাড়। আবার গত সোমবার রান্নার গ্যাসের মূল্য এক লাফে ৫০ টাকা বৃদ্ধি করেছে। পাশাপাশি সাড়ে সাত শতাধিক ঔষধের মূল্য বৃদ্ধি করেছে। অপরদিকে পেট্রোল ডিজেল সহ অন্যান্য শুল্কের মূল্য বৃদ্ধি করার চেষ্টা চলছে। এর তীব্র প্রতিবাদ জানায় সিপিআইএম। তিনি আরো বলেন, জনগণের উপর এ ধরনের শুল্ক যুদ্ধ শুরু করা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাতে ধন্যবাদ মিছিল বের করা হয়। এভাবেই সরকারকে কটাক্ষ করলেন তিনি।