Friday, April 19, 2024
বাড়িরাজ্যতপশিলি জাতি ভুক্ত ছাত্র ছাত্রীদের স্কলার শীপ নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের :...

তপশিলি জাতি ভুক্ত ছাত্র ছাত্রীদের স্কলার শীপ নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের : ভগবান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : তপশিলি জাতি ভুক্ত ছাত্র ছাত্রীদের প্রি ম্যাট্রিক ও পোষ্ট ম্যাট্রিক স্কলার শীপ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্কলারশিপের জন্য কেন্দ্রীয় স্তরের সঙ্গে সাযুজ্য রেখে কেন্দ্রীয় পোর্টাল ২.০ অনেকটা দেরীতে খোলা হত। এতে  কিছুটা  সমস্যায় পড়তেন তপশিলি জাতি ভুক্ত ছাত্র ছাত্রীরা। এই প্রথম বারের মত গোটা দেশের মধ্যে ত্রিপুরায় চলতি অর্থ বছরে পোর্টাল খুলে দিয়েছে। এতে করে অনেক ছাত্রছাত্রী অন লাইনে ফর্ম পূরণ করার সুযোগ পাবে। একই  সুবিধা গ্রহণ করতে পারবে।

আগে সময় মতো ফর্ম পূরণ করতে না পারার কারনে অনেক ছাত্র ছাত্রী বঞ্চিত থাকত। সেই দিকটা  মাথায় রেখে তপশিলি জাতিভুক্ত ছাত্র ছাত্রীদের জন্য  ভারতবর্ষে প্রথম পোর্টাল খুলে দিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানান মন্ত্রী ভগবান চন্দ্র দাস। তিনি আরও বলেন আগে এই পোর্টাল তিন মাসের জন্য খোলা থাকত। কিন্তু এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক বছরের জন্য এই পোর্টাল খোলা থাকবে। ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত পোর্টালের মাধ্যমে ফর্ম ফিলাপ করতে পারবে ছাত্র ছাত্রীরা। বহু ছাত্র ছাত্রী ফর্ম পূরণ করার সুযোগ পাবে। পূর্বের ন্যায় কোন ছাত্রছাত্রী বঞ্চিত হবে না। এটা তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য অনেক বড় বিষয় বলে জানান মন্ত্রী ভগবান চন্দ্র দাস। মন্ত্রী আরও জানান সাফাই কর্মীদের ছেলে মেয়েদের এর আওতায় আনা হবে। এখানে এস সি, নন এস সি এমন কিছু বাধ্যবাধকতা থাকবে না। রাজ্যে প্রথমবার এটা হতে চলেছে।

সমাজের সাফাই কর্মীদের আর্থিক ভাবে সহায়তা করা এবং সম্মান দেওয়ার সুযোগ এর মাধ্যমে মিলবে। একই সঙ্গে তাদের সন্তানদের পড়াশুনার ক্ষেত্রে বারতি সুযোগ এই সিদ্ধান্তের মধ্যে রয়েছে বলে জানান মন্ত্রী ভগবান চন্দ্র দাস। নবম ও দশম শ্রেণীর তপশিলি জাতি ভুক্ত ছাত্রছাত্রী যারা বাড়িতে থেকে পড়াশুনা করছে, তাদের প্রি ম্যাট্রিক ও পোষ্ট ম্যাট্রিক স্কলার শিপ ২০১৬-১৭ তে ছিল ২,২৫০ টাকা। ২০২২-২৩ অর্থ বছরে তা বাড়িয়ে করা হয়েছে ৩,৫০০ টাকা। আর  হোস্টেলে থেকে যারা পড়াশুনা করছে তাদের প্রি ম্যাট্রিক ও পোষ্ট ম্যাট্রিক স্কলার শীপ ২০১৭-১৮ তে ছিল ৫২৫০ টাকা। সেখান থেকে ২০২২-২৩ অর্থ বছরে বাড়িয়ে করা হয়েছে ৭০০০ টাকা। বড় অঙ্কের পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সাফাই কর্মীদের সন্তান যারা বাড়ি থেকে এসে স্কুলে পড়াশুনা করছেন তাদের  স্কলার শীপ ছিল ১৮৫০ টাকা। ২০২২-২৩ অর্থ বছরের তা বাড়িয়ে করা হয়েছে ৩৫০০ টাকা। আর যারা হোস্টেলে থেকে পড়াশুনা করছিল তাদের স্কলার শীপ ছিল ৭০০০ টাকা। ২০২২-২৩ অর্থ বছরে তা বাড়িয়ে করা হয়েছে ৮ হাজার টাকা। একাদশ, দ্বাদশ শ্রেণী ও উচ্চ শিক্কার ক্ষেত্রে তিনটি ভাগে বিভক্ত করে এই স্কলার শীপের অর্থ বাড়ানো হয়েছে। উচ্চ শিক্ষা গ্রহণ যারা করছেন তাদের আগে ছিল ১২ হাজার টাকার স্কলার শিপ। ২০২২-২৩ অর্থ বছরে তা বাড়িয়ে করা হয়েছে ১৩৫০০ টাকা। অন্যান্য কোর্সের ক্ষেত্রে ২০২২-২৩ অর্থ বছরে স্কলার শীপের অর্থ বাড়িয়ে করা হয়েছে ৯৫০০ টাকা। প্রত্যেকটি ক্ষেত্রেই স্কলার শীপের অর্থ বাড়ানো হয়েছে। এতে তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীরা উপকৃত হবে। একই সঙ্গে উপকৃত সাফাই কর্মীর ছেলে মেয়েরা বলে জানান মন্ত্রী ভগবান চন্দ্র দাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য