Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়দুদিনের সফরে মিজোরামের আইজল পৌঁছলেন রাষ্ট্রপতি কোবিন্দ

দুদিনের সফরে মিজোরামের আইজল পৌঁছলেন রাষ্ট্রপতি কোবিন্দ

আইজল, ৫ মে (হি.স.) : দুদিনের সফরসূচি নিয়ে মিজোরামে পৌঁছেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ বৃহস্পতিবার দুপুরে গুয়াহাটি থেকে আইজলের লেংপুই বিমানবন্দরে রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা, গৃহমন্ত্রী লালচামলিয়ানা এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা তাঁকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি কোবিন্দ আজ বিকেলে আইজলে মিজোরাম বিশ্ববিদ্যালয়ের ১৬-তম সমাবর্তনে ভাষণ দেবেন। আগামীকাল শুক্ৰবার সকাল ১০:৪৫টায় দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাবেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এই দ্বিতীয় মিজোরাম সফর। এর আগে তিনি ২০১৭ সালে এই রাজ্যে এসেছিলেন। ওই বছরের নভেম্বর মাসে রাজ্য বিধানসভার এক বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি। সেবার তিনি তাঁর দুদিনের সফরে আইজলে ‘বেসিক সার্ভিসেস টু আরবান পুওর স্কিম’-এর অধীনে অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য হাউজিং কমপ্লেক্সেরও উদ্বোধন করেছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য