স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : আগরতলা শহর এলাকায় চুরির ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দিন দুপুরে শহরের প্রাণকেন্দ্রে বাইক চুরির ঘটনা এবং বাইসাইকেল চুরির ঘটনা অহরহ ঘটছে। কিন্তু পশ্চিম থানা এবং পূর্ব থানার পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় শহরে চোরের আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। সি সি ক্যামেরা থাকার পরেও টিকির নাগাল পাচ্ছে না ।
এর মধ্যে বৃহস্পতিবার সন্দেহভাজন বাইসাইকেল চোর আটক সেন্ট্রাল রোড এলাকার ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় যুবককে। জানা যায় গত কয়েকদিন আগে এলাকা থেকে দুটি সাইকেল চুরি হয়েছিল। পরবর্তী সময় স্থানীয় ব্যবসায়ীরা সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পায় এই যুবক এলাকা থেকে দুটি সাইকেল নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার এলাকায় চুরির উদ্দেশ্যে আসলে তাকে হাতেনাতে আটক করে বলে জানান এলাকাবাসী। তাকে উদ্ধার উত্তম-মধ্যম দিয়ে পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।