স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : বুধবার এবং বৃহস্পতিবার ডি ওয়াই এফ আই -র ১৫ তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৩ টি বিভাগ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করে আলোচনা করেন সম্মেলনে। সম্মেলনে বর্তমান রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনায় পর সিদ্ধান্ত নেওয়া হয় আগামীদিনে গণতন্ত্র পুনরুদ্ধার করতে বড় আন্দোলন গড়ে তোলা হবে গোটা রাজ্যে। বৃহস্পতিবার সম্মেলনের পর সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত পলাশ ভৌমিক।
তিনি বলেন, সকল যুবকের কর্মসংস্থানের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে। কর্মসংস্থানের জন্য যুব আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি নেশার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করা হবে। পাশাপাশি আরো আলোচনা হয় শাসক দলের দুর্নীতি নিয়ে। দুর্নীতি হাত থেকে রাজ্যকে মুক্ত করতে বড় ভূমিকা পালন করবে ডি ওয়াই এফ আই। পাশাপাশি সামাজিক কাজেও ঝাপিয়ে পরবে বাম যুবকরা। এবং কৃষক, শ্রমিক থেকে শুরু করে সকল অংশের মানুষের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে বলে জানান পলাশ ভৌমিক পলাশ ভৌমিক। ১২-১৫ মে ডি ওয়াই এফ আই সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজ্য থেকে ২০ জনের প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। নতুন করে ৮৫ জনের রাজ্য কমিটি গঠন করা হয়েছে। ২০ জনের রাজ্য সম্পাদকমণ্ডলীর নির্বাচিত হয়েছেন। পুরনো কমিটি থেকে ৪২ জন অব্যাহতি নিয়েছেন বলে জানান পুনরায় নির্বাচিত সম্পাদক নবারুণ দেব। ৫০ জন নতুন মুখ নয়া কমিটিতে যুক্ত হয়েছে বলে জানান তিনি।