Thursday, March 28, 2024
বাড়িরাজ্যআন্দোলনে নামার সিদ্ধান্ত বাম কৃষক সংগঠনের

আন্দোলনে নামার সিদ্ধান্ত বাম কৃষক সংগঠনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : সংযুক্ত কিষান মোর্চার কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় আলোচনা হয় রাজ্যের কৃষকদের বর্তমান দুরবস্থার বিষয়ে। ৭০ ভাগ বরো ধান জল সেচের অভাবে উৎপাদন হয় নি। একই অবস্থা সবজি চাষের ক্ষেত্রেও। সম্প্রতি বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের। তাই আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি।

বৃহস্পতিবার কৃষক সভার রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সারা ভারত কৃষক সভার সম্পাদক পবিত্র কর। তিনি এদিন গুরুতর অভিযোগ তুলে বলেন, রেগায় ৯৬ কোটি টাকা হিসাব দেখায়নি সরকার। কোথায় গেল সেই টাকা। কেন্দ্রীয় পোটালে রয়েছে, কিন্তু রাজ্যে হিসেবে নেই সেই টাকা। বিষয়টি তদন্তের দাবি জানান তিনি। রেগা কাজের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। ড্রজার দিয়ে রেগা কাজ করানো হচ্ছে। শ্রমিকরা কাজ পাচ্ছে না। তাই কৃষকদের স্বার্থে আন্দোলনের আহ্বান করা হয়েছে। এমনকি তরমুজ চাষ রাজ্যে উৎপাদনের মুখ থুবরে পড়েছে। রাবার সম্প্রসারণে কোন স্কিম নেই। ক্ষুদ্র চা শ্রমিকদের চা পাতার মূল্য কমিয়ে দিয়েছে। ১৮-১৯ টাকা ছিল পূর্বতন সরকারের আমলে, এখন ১২ টাকা এসে পৌঁছেছে চা পাতার মূল্য। তাই চা শ্রমিকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কারণ সরকারটা পুঁজিপতিদের সরকার। সরকার সবচেয়ে বেশি কৃষি সেক্টরের উপর আক্রমণ নামিয়ে এনেছে। তাই আন্দোলন ছাড়া আর কোন পথ নেই বলে জানান সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির নেতা রতন দাস ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য