স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : অবৈধ কাজের অভিযোগে শান্তিরবাজার মহকুমার মনপাথর স্থিত ব্রু সংগ্রমা মথহ-এর কার্যালয় সীল করে দেয় শান্তির বাজার মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার শান্তিরবাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য ব্রু সংগ্রমা মথহ-এর প্রধান কার্যালয়ে তালা লাগিয়ে সীল করে দেন। উল্লেখ্য, শান্তিরবাজার মহকুমার মনপাথর বাজারে রিয়াং জনজাতিদের সংগঠন ব্রু সংগ্রমা
মথহ-এর প্রধান কার্যালয়ের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে মাঠে নামে শান্তিরবাজার মহকুমা প্রশাসন। শান্তিরবাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য অভিযোগের সত্যতা খুঁজে পেয়ে বৃহস্পতিবার ডি সি এম প্রীতম সরকার, ডি সি এম যঞ্জেশ্বর রিয়াং, শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত সহ শান্তিরবাজার থানার পুলিশকে সাথে নিয়ে ব্রু সংগ্রমা মথহ-এর প্রধান কার্যালয়ে তালা লাগিয়ে সীল করে দেন। শান্তিরবাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য জানান ব্রু সংগ্রমা মথহ-এর প্রধান কার্যালয় থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট সহ বিভিন্ন প্রয়োজনীয় সার্টিফিকেট প্রদান করা হয়। এই অভিযোগের সত্যত্যা পেয়ে এইদিন ব্রু সংগ্রমা মথহ-এর প্রধান কার্যালয় সীল করা হয়েছে। অনির্দীষ্ট কালের জন্য এই কার্যালয় সীল করা হয়েছে বলে জানান মহকুমা শাসক। পাশাপাশি এইদিন মহকুমা শাসক মনপাথর থেকে ফিরে আসার সময় শান্তিরবাজার শহরকে যানজট মুক্ত করতে বিশেষ অভিযান চালান।