স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ মার্চ :শনিবার রাজধানীর জয়পুর এলাকায় সিপিআইএমের এক পথ সভার উপর বর্বরোচিত আক্রমণ সংগঠিত করে দুর্বৃত্তরা। ঘটনায় প্রায় আটজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থক। এই ঘটনার পর এখন পর্যন্ত কোন দুষ্কৃতিকে পশ্চিম আগরতলা থানার পুলিশ জালে তুলে নি বলে সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ। তাই থানার পুলিশ বাবুদের উপর থেকে আস্থা হারিয়ে এবার সিপিআইএম -এর একটি প্রতিনিধি দল সোমবার জেলা পুলিশ সুপারের কাছে যান।
পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ড. কিরণ কুমার কে সঙ্গে দেখা করে সিপিআইএম এর প্রতিনিধি দল। দুষ্কৃতিকারীদের দ্রুত জালে তুলে কঠোর শাস্তি ব্যবস্থা করার জন্য দাবি করেন প্রতিনিধি দল। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতৃত্ব কৃষ্ণা রক্ষিত জানান, রাজনগরে পথসভায় জন্য গিয়েছিল সিপিআইএম নেতৃত্ব। জনগণের জ্বলন্ত সমস্যাগুলি সরকারি দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। কিন্তু সভা চলাকালীন শাসকদলের আশ্রিত দুর্বৃত্তরা আক্রমণ নামিয়ে আনে সিপিআইএম নেতৃত্ব ও কর্মী সমর্থকদের উপর। এবং সরাসরি অভিযোগ তোলেন সাত রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্যের দিকে। এই মন্ডল সভাপতি নেতৃত্বে এই আক্রমণ সংগঠিত হয়েছে। ঘটনায় ৮ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে পাঠানোর চিন্তাভাবনা চলছে। কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবিতে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। জেলা পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ভূমিকা নেবে পুলিশ। ডেপুটেশনের পর এমনটাই জানিয়েছেন প্রতিনিধি দল।