Wednesday, April 16, 2025
বাড়িরাজ্যখাস জমি ছাড়ার নোটিশ পেয়ে সদর মহকুমা শাসকের দ্বারস্থ হল ১৯ টি...

খাস জমি ছাড়ার নোটিশ পেয়ে সদর মহকুমা শাসকের দ্বারস্থ হল ১৯ টি পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ মার্চ : হাওড়া নদীর তীরবর্তী এলাকায় রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ চলছে। সাজিয়ে তোলা হবে নদীর দুপাশ। জিম, বিনোদন পার্ক এবং প্রাতঃভ্রমণ করার মত বন্দোবস্ত করা হচ্ছে নদীর পাশে। জোর কদমে শুরু হয়েছে কাজ কর্ম। এর মধ্যে নদীর পাড়ে জয়পুর এলাকার ৩৬ নং ওয়ার্ডের অন্তর্গত ১৯ পরিবার বসবাস করে আসছিলেন, গত কয়েকদিন আগে তাদের সেখান থেকে উচ্ছেদ হতে নোটিশ দিয়েছে সদর মহকুমা শাসক।

 সেই উচ্ছেদ নোটিশ পেয়ে ব্যতিবস্ত খাস জমিতে বসবাসরত পরিবার গুলি। মোট ১৯ টি পরিবার এই খাস জমিতে দীর্ঘ ৩০ থেকে ৪০ বছর ধরে বসবাস করে আসছে। বিগত দিনে খাস জমি ছাড়ার জন্য সরকার তাদের উপর কোন চাপ সৃষ্টি করেনি। বর্তমানে যখন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে তখন খাস জমি ছাড়ার জন্য উচ্ছেদ হতে নোটিশ পাঠিয়েছে সদর মহকুমা প্রশাসন। এবং নোটিশে উল্লেখ রয়েছে আগামী ২৭ মার্চের মধ্যে তাদের জমি ছাড়তে হবে। এই নোটিশ পেয়ে সোমবার সদর মহকুমা অফিসে এসে আধিকারিকদের সাথে দেখা করেন। তাদের বক্তব্য, তারা অত্যন্ত দরিদ্র।

দীর্ঘ বছর ধরে এই খাস জমিতে বসবাস করে আসছে। জমি ক্রয় করার মত তাদের কাছে অর্থ ছিল না। এই খাস জমি ছিল তাদের একমাত্র থাকার জায়গা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নোটিশকে তাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। তারা মাথা গোজার জন্য অন্য কোথাও গিয়ে ঠাঁই নেওয়ার মতো অবস্থা তাদের নেই। তাদের মধ্যে অধিকাংশই দিনমজুর। তাদের সকলের দাবি প্রশাসন যদি তাদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় তাহলে তারা জমি ছেড়ে দিতে কোন আপত্তি নেই। আর যদি বিকল্প ব্যবস্থা না করা হয় তাহলে তাদের মেরে ফেললেও তারা জমির ছাড়বে না। এখন দেখার প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!