স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ মার্চ :পুলিশের সাব ইন্সপেক্টরের হাতে গুরুতর আহত এসপিও জওয়ান। ঘটনা খোয়াই গণকি পুলিশ লাইনে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতের বেলা ম্যাচে খাবার খেতে গিয়ে ফোনে কথা বলছিল ভোলা দাস নামে এসপিও জওয়ান। তখন খাবার খেয়ে বাইরে বের হয়ে আসছিল রামকৃষ্ণ দাস নামে সাব ইন্সপেক্টর। তখন সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস গালিগালাজ করছিল। তখন এস পি ও জওয়ান অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করেন কেন তিনি গালিগালাজ করছেন। তখন অত্যন্ত দুর্ব্যবহার করেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস।
তখন প্রতিবাদ করেন এসপিও জওয়ান। তারপর ভাতের থালা ছুড়ে ফেলে দেন রামকৃষ্ণ দাস। তখন ভাত এসে ভোলা দাশের শরীরে পড়ে। তখন ভোলা দাস আরো বেশি প্রতিবাদ করে ঘটনাস্থল থেকে সরে যায়। পরে এস পি ও ঘরে ফেরার সময় অভিযুক্ত সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ পেছন থেকে এসে মারধর করে। এতে গুরুতর আহত হয় ভোলা দাস। বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সাব ইন্সপেক্টর এর বিরুদ্ধে আরো বহু অভিযোগ রয়েছে বলে জানান আক্রান্ত এসপিও ভোলা দাস।