স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : ২১ অক্টোবর পুলিশ শহিদ স্মৃতি দিবস। প্রতিবছরের মতো এবছরও পুলিশ শহিদ স্মৃতি দিবস পালন করা হয়। দেশব্যাপী এই দিনটি উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার এ.ডি নগর পুলিশ মাঠে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদ পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান এই দিনটিকে সমগ্র দেশে পুলিশ শহীদ স্মৃতি দিবস হিসাবে পালন করা হয়। ইন্দো-চিন সিমান্তে ১৯৬৯ সালে ভারতের আই টি বি পি-র ২১ জন সেনার উপর হামলা করেছিল চিনের সেনা। এই ঘটনায় ভারতের ১০ জন জওয়ান শহীদ হয়েছিল। তারপর থেকে এইদিনটিকে পুলিশ শহীদ দিবস হিসাবে পালন করা হয়। ২০১২ সাল থেকে সমগ্র দেশে দিনটিকে পালন করা হয়। ২০২০-২১ সালে ৩৭৭ জন জওয়ান সমগ্র দেশে শহীদ হয়েছে। দেশ রক্ষা ও আভ্যন্তরীণ সংহতি রক্ষার্থে নিয়োজিত ছিলেন এই শহীদ জওয়ানেরা। এই শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। বীর শহীদদের আত্ম বলিদান ভারতবর্ষের ঐক্য , সংস্কৃতি ও রাষ্ট্রনিষ্ঠার ক্ষেত্রে যাতে সুদৃড় হতে পারে তার জন্য সব সময় সচেষ্ট থাকে দেশ। পুলিশ ও সমস্ত সেনাবাহিনীর রাষ্ট্রপ্রেম ও রাষ্ট্রভক্তি অটুট থাকুক। ভারত শক্তিশালী হোক তার কামনা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সচিব কুমার অলোক , রাজ্য পুলিশের মহানির্দেশক ভি.এস যাদব সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ পরিবারের সদস্যরাও এই অনুষ্ঠানে অংশ নেন।