Sunday, April 20, 2025
বাড়িরাজ্যপোল্ট্রির ফার্মে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীর

পোল্ট্রির ফার্মে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ মার্চ: মুরগির ফার্মের দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী বন্ধ করে দিলো অবৈজ্ঞানিকভাবে তৈরি পোল্ট্রি ফার্ম। ঘটনা গোলাঘাটি বিধানসভার মাড়াক পাড়ার ত্রিপুরেশ্বরী মুরগী ফার্মে। অভিযোগ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধা। ফার্মের শ্রমিক ও মালিকদের জানানোর পরেও কোন রকম উদ্যোগ গ্রহণ করেনি। বাধ্য হয়ে সমস্ত এলাকাবাসী পোল্ট্রি ফার্ম বন্ধ করে দেন।

 তাদের বক্তব্য, ২০১৯ সালে ২৫ ডিসেম্বর তৎকালীন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মন্ত্রী সান্তনা চাকমার হাত ধরে গোলাঘাটি মারক পাড়া এলাকায় অবৈজ্ঞানিক ভাবে তৈরি একটি পোল্ট্রি ফার্ম উদ্বোধন হয়েছিলো। কিছুদিন পর সেই পোল্ট্রি ফার্মটি বন্ধ হয়ে পড়ে। হঠাৎ বেশ কয়েক মাস পূর্বে এলাকাবাসীর অজান্তে পোল্ট্রি ফার্মটি শাসক দলের রামাবলী গায়ে দিয়ে ছয় থেকে সাতজন লোক মিলে ফার্মটি চালু করেন। অবৈজ্ঞানিকভাবে তৈরি এই পোল্ট্রি ফার্মে মোরগের মলমত্র সঠিক ভাবে রাখার কোন জায়গা নেই। ফার্মের মুরগির মল থেকে এলাকায় প্রচুর মাছির উপদ্রব বেড়েছে। এই মাছির উপদ্রবে এলাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু থেকে শুরু করে বয়স্করা। ফার্মে গিয়ে জানানোর পরও এলাকায় মাছির উপদ্রব হাত থেকে লোকেদের রক্ষায় কোনরকম ব্যবস্থা গ্রহণ করছেন না। প্রতিনিয়ত এলাকার বাড়ি ঘরে শিশুটা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের মশারী দিয়েরাখতে হয়েছে। অতিষ্ঠ এলাকার জনগণ একত্রিত হয়ে রবিবার অবৈজ্ঞানিক ভাবে তৈরি সে পোল্ট্রি ফার্মে তালা ঝুলিয়ে দেয়। এলাকাবাসীর দাবি অবিলম্বে প্রশাসন যদি ফার্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা বিকল্প পথে হাঁটতে বাধ্য হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য