Sunday, April 20, 2025
বাড়িরাজ্যরাস্তা সংস্কারের অভাবে ভুগছে, কুম্ভ নিদ্রায় বিধায়ক, সমালোচনার ঝড় এলাকায়

রাস্তা সংস্কারের অভাবে ভুগছে, কুম্ভ নিদ্রায় বিধায়ক, সমালোচনার ঝড় এলাকায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ মার্চ: এলাকার বিধায়ক বদলায়, অথচ রাস্তার ভাগ্য বদলায় না। বিকাশ ত্রিপুরাতে এখনো  বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে হয় জনসাধারণকে। এই দৃশ্য গোলাঘাটি বিধানসভার কলকলিয়া এবং গোপীনগর এলাকায়। এই রাস্তাগুলো বাম আমল থেকে বেহাল অবস্থায় আছে। বিজেপি সরকারের আমলে গোটা দেশে এবং রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করছে বিজেপির নেতাকর্মীরা। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কলকলিয়া এবং গোপিনগর এলাকার রাস্তা সেই বাম আমলের মতই অচল অবস্থায় পড়ে রয়েছে। সেদিকে লক্ষ্য নেই কারোর। অথচ এলাকার মানুষ উৎসবের মেজাজে সব ধরনের উন্নয়নের আশা ভরসা রেখে ভোট দিয়ে ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বীরেন্দ্র কিশোর দেববর্মাকে জয়ী করেছে।

তারপর গত ২০২৩ বিধানসভা নির্বাচনে গোলাঘাটি বিধানসভায় জনগণ তিপ্রা মথা দলের মানব দেববর্মাকে ভোট দিয়ে জয়ী করেছে। কিন্তু গত সাত বছরে দুবার মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বাড়লেও এলাকার উন্নয়নের দিকে যে নজর নেই তারই অন্যতম উদাহরণ এই রাস্তাটি। বহুবার বিধায়ককে রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য দাবি করা হয়েছে। তিনি শুধুমাত্র আশ্বাস দিয়ে গেছেন। সংস্কার করার জন্য কোন উদ্যোগ নেয়নি বলে জানান গ্রামবাসী। সম্পূর্ণ রাস্তায় খানাখন্দে পরিণত হয়ে আছে। আবার কোথাও কোথাও পিচ উঠে গিয়ে ইট দেখা যাচ্ছে। এই রাস্তাগুলির বেহাল অবস্থা দেখে মনে হয় যেন এই এলাকাগুলি রাজ্য সরকারের ক্ষমতার বাইরে রয়েছে। যার ফলে সংশ্লিষ্ট দপ্তর থেকে শুরু করে কারুরই নজর নেই সেদিকে। নিত্যদিন যাতায়াত করা জাতিরা এবং গাড়ি চালকরা রাস্তার এই বেহাল অবস্থার কারণে  অতিষ্ঠ হয়ে  উঠেছে। দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলির বেহাল অবস্থার কারণে ভুক্তভোগী সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এখন প্রতিবাদ জানানোর ভাষাটুকু হারিয়ে ফেলেছে। তাই এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের এই অভাব অভিযোগের কথা জানাতে গিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন খুব শীঘ্রই যেন গোলাঘাটি বিধানসভার অন্তর্গত এই বেহাল রাস্তাগুলি সংস্কার করার ব্যবস্থা করে। এখন দেখার বিষয় সরকার তাদের সমস্যা সমাধানে কতটুকু এগিয়ে আসেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য