স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মার্চ : গত ১৭ মার্চ রাজধানীর বোধজং স্কুল সংলগ্ন সুমন দেববর্মা নামে এক ব্যক্তির গ্রোসারী দোকানে থাবা বসায় চোরের দল। এই ব্যবসায়ীর দোকান থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার সহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায় চোরেরা। অপরদিকে এক কালী মন্দিরে হানা দেয় চোরের দল। প্রণামী বাক্স ভেঙ্গে নিয়ে যায় ১,০১০ টাকা।
পরবর্তী সময়ে পূর্ব আগরতলা থানায় চুরির মামলা দায়ের করা হলে একটি টিম গঠন করে পুলিশ দুই চোর সহ দুটি চুরির ঘটনায় চুরি যাওয়া সামগ্রী গুলি এবং নগদ ১,০১০ টাকা উদ্ধার করে। ধৃত দুই চোরের নাম বলরাম দাস এবং সুকেল ঋষি দাস। এই কুখ্যাত চোরকে পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সাথে যুক্ত রয়েছে। পুলিশ তাদের দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজি করছিল। তাদের বাড়ি রাজধানীর অভয়নগর এবং ধলেশ্বর ১০ নং রোড এলাকায়। তাদের জিজ্ঞাসাবাদ এর জন্য পুলিশ রিমান্ডে আনা হবে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক।