স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মার্চ : নেশা সামগ্রী বিক্রি করার সময় এক ব্যাক্তিকে আটক করলো এলাকার লোকজন। ঘটনা উদয়পুর খিলপাড়া ভাঙ্গারপাড় এলাকায়। দীর্ঘদিন ধরে উদয়পুর মহকুমার খিলপাড়া ভাঙ্গারপাড় এলাকায় কিছু যুবক নেশা সামগ্রী বিক্রি করে আসছিলো।
এলাকাবাসীর পক্ষ থেকে বহুবার পুলিশ প্রশাসনকে জানিয়ে কাজের কাজ কিছু না হওয়ার অবশেষে এলাকাবাসী বুধবার সকাল থেকে নেশা বিক্রেতাদের জালে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে পাহাড়া দেয়। অবশেষে এলাকার যুবক কৃষ্ণ দত্ত একটি অটো রিক্সা করে প্রচুর পরিমাণে মদ এবং নেশা সামগ্রী নিয়ে এলাকায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে গাড়িটিকে আটক করে। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেয়।