স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মার্চ : মায়ের ভরণপোষণ নিয়ে দুই ভাইয়ের বিবাদ। বড় ভাইয়ের কুড়ুলের আঘাতে নিহত ছোট ভাই। ঘটনা মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই থানাধীন মারে হাদুক এ ডি সি ভিলেজ এলাকায়। আকাশ মুণ্ডা ও কার্তিক মুণ্ডা নামে দুই ভাইয়ের পৃথক পৃথক সংসার। মা সবিতা মুণ্ডা থাকতো ছোট ছেলে কার্তিকের সাথে। আকাশ ও কার্তিকের বাবা মারা গেছেন আগেই। সম্প্রতি সবিতা মুণ্ডা ছোট ছেলে কার্তিকের কাছ থেকে চলে গিয়ে বড় ছেলে আকাশের সাথে থাকতে শুরু করে। এ নিয়েই শুরু হয় দুই ভাইয়ের বিবাদ। মায়ের দায়িত্ব কার?
কে দেখবে মাকে? দায়িত্ব এড়ানোর চেষ্টা দুই ছেলের। তারই পরিণতিতে মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতেই দুই ভাই আকাশ ও কার্তিকের মধ্যে শুরু হয় ঝগড়া।বড় ভাই আকাশ মুণ্ডা এক সময় কুড়ুল দিয়ে সজোরে আঘাত করে ছোট ভাই কার্তিক মুণ্ডার মাথায়। মারাত্মক আহত হয় কার্তিক। সাথে সাথে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে। খোয়াই জেলা হাসপাতালে থেকে কার্তিক মুণ্ডাকে রেফার করে দেওয়া হয় আগরতলায় জি বি হাসপাতালে। গতকাল রাতেই জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে কার্তিক মুন্ডা। পুলিশ বুধবার সকালে একটি মামলা হাতে নিয়ে খুন কাণ্ডে অভিযুক্ত আকাশ মুণ্ডাকে গ্রেপ্তার করেছে।