Sunday, April 20, 2025
বাড়িরাজ্যদাপুটে ফুটবল খেলোয়াড় বর্তমানে আইসক্রিম বিক্রেতা

দাপুটে ফুটবল খেলোয়াড় বর্তমানে আইসক্রিম বিক্রেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মার্চ : দাপুটে ফুটবল খেলোয়াড় বর্তমানে আইসক্রিম বিক্রেতা। রাজ্যের বিভিন্ন মাঠে তাঁর প্রতিবার নিদর্শন রয়েছে। অথচ আজ কোন এক অদৃশ্য কারণে সেই ফুটবল খেলোয়াড় আইসক্রিম বিক্রেতা। রাস্তায় ঘুরে বিক্রি করছেন আইসক্রিম। খবর নেই রাজ্যের ক্রীড়া দপ্তরের। তাঁকে সহযোগিতা করতে এগিয়ে আসলেন মন্ডল সভাপতি।জানা যায়, সুজিত দত্ত একজন দক্ষ ফুটবল খেলোয়াড় ছিলেন। চড়িলাম সহ রাজ্যের বিভিন্ন মাঠে তার প্রতিভার নিদর্শন রেখেছেন। আর্থিক দুরাবস্থার কারণে বর্তমানে তিনি আইসক্রিম বিক্রি করে সংসার পরিচালনা করেন। এবার সেই সুজিত বাবুর সাহায্যে এগিয়ে এলেন চড়িলাম মন্ডল সভাপতি তাপস দাস।

 গত সোমবার চড়িলাম প্রিমিয়ার লিগে রানার্স হয়েছিল চড়িলাম মন্ডল টিম। রানার্স হিসেবে ২০ হাজার টাকার প্রাইজমানির মধ্যে দশ হাজার টাকা তাপস বাবু দান করলেন সুজিত দত্তকে। সেই টাকায় নিজের কন্যা সন্তানের পড়াশুনায় কাজে লাগানোর কথা বলেন তাপস বাবু। আর বাকি টাকা সহ আরো কিছু উদ্যোগ গ্রহণ করে চড়িলাম এলাকায় বিভিন্ন মাঠে খেলার সাথে যুক্ত যুবকদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন মন্ডল সভাপতি তাপস দাস। মন্ডল সভাপতির এই মানবিক উদ্যোগে খুশি সুজিত দত্ত। সুজিত দত্তের বাড়ি চড়িলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজীব কলোনি এলাকায়। সুজিত দত্ত একসময় রাজ্যের অত্যন্ত নামকরা কৃতী ফুটবলার ছিলেন। বিভিন্ন ক্লাব এবং রাজ্যস্তরে সুজিত দত্ত খেলেছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ তিনি আইসক্রিম বিক্রেতা। তবে প্রশ্ন হল, একজন দাপুটে ফুটবল খেলোয়াড়ের কোন অদৃশ্য কারণে যদি মাঠ হারিয়ে ফেলতে হয় তাহলে এর চাইতে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না। এ ধরনের দৃশ্য সত্যিই হতাশ করার মতো ক্রীড়া জগৎকে। যোগ্য সম্মান পায়নি এই কৃতী খেলোয়াড়। তাহলে নতুন প্রজন্ম কি দেখে আজ খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে? আজ এটাই লাখ টাকার প্রশ্ন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য