স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মার্চ : রাজ্যের সমস্ত সেচ প্রকল্প চালু করা সহ আট দফা দাবিতে সরব হল সারা ভারত কৃষক সভার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। বুধবার রাজধানীর সার্কেট হাউস সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে কুঞ্জবন স্থিত পি ডব্লিউ ডি ওয়াটার রিসোর্স অফিসে গিয়ে গণডেপুটেশন প্রদান করেন। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর।
তিনি বলেন, সেচ প্রকল্প মেরামতের জন্য সরকার বিগত বাজেটে কোন বরাদ্দ রাখেনি। ফলে ৮০ থেকে ৯০ শতাংশ সেচ প্রকল্প মেরামতের অভাবে অচল হয়ে পড়ে আছে। অপরদিকে বিগত বছর আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যায় গোমতি জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা, সিপাহীজলা জেলা, পশ্চিম ত্রিপুরা জেলা এবং খোয়াই ত্রিপুরা জেলার সেচ প্রকল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর তীরবর্তী যেসব সেচ প্রকল্প ছিল সেগুলি ভেঙ্গে গেছে। অথচ এখন পর্যন্ত এগুলি মেরামত করার কোন উদ্যোগ নেয়নি সরকার। এ বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করলে তারা জানায় বিষয়টি তারা উদ্বোধন মহলে জানাবেন। কিন্তু এখন পর্যন্ত কোন মেরামতের উদ্যোগ নেই। ফলে কৃষি কাজের অবস্থা রাজ্যে মুখ থুবড়ে পড়ছে বলে দাবি করলেন তিনি। পরবর্তী সময় দপ্তরের কাছে গণডেপুটেশন প্রদান করা হয়।