স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ মার্চ : কুখ্যাত নেশা কারবারির বাড়িতে হানা দিল পুলিশ। ঘটনা বিলোনিয়া থানাধীন সাড়াসীমা এলাকায়। অভিযুক্তের নাম দীপক সরকার। তার বাড়িতে অভিযান চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া থানাধীন বিলোনিয়া শহর সংলগ্ন সাড়াসীমা মাস্টারপাড়া এলাকায় নেশা বিক্রেতার কিং হিসেবে পরিচিত রাকেশ সরকার।
তার বাড়িতে হানা দেয় বিলোনিয়া মহকুমার মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ বাহিনী। পুলিশ দেখা মাত্রই নেশা সামগ্রী সরিয়ে ফেলার চেষ্টা করে বাড়ির লোকজন। শৌচাগারে ব্রাউন সুগার সহ ইয়াবা ট্যাবলেট ফেলে দিতে পুলিশের নজরে আসে এবং সেখান থেকে পুলিশ নেশা সামগ্রী গুলি উদ্ধার করে। এছাড়াও বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে তল্লাশি চালিয়ে প্রায় ৩০৫০ টি ব্রাউন সুগারের খালি কৌটো উদ্ধার করে পুলিশ। এই নেশা বিক্রি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাকেশ সরকারের ভাই রঞ্জিত সরকার, তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী দীপক সরকার, রাকেশ সরকারের স্ত্রীকে আটক করে থানা নিয়ে আসে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানান বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন দে।