Sunday, April 20, 2025
বাড়িরাজ্যশহর এলাকার পানীয় জলের সমস্যা মেটাতে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলেন মেয়র

শহর এলাকার পানীয় জলের সমস্যা মেটাতে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ মার্চ : আপনজন ক্লাব থেকে ভট্ট পুকুর এলাকা পর্যন্ত পানীয় জলের সমস্যায় জর্জরিত জনগণ। মঙ্গলবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলার অভিজিৎ মল্লিক পরিদর্শনে যান। তারা পরিদর্শন করেন এলাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। তারপর স্থানীয়দের সাথে কথা বলে সমস্যা দ্রুত নিদর্শনের আশ্বাস দেন মেয়র।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের মেয়র জানান, আগরতলা শহরে পরিশ্রুত পানীয় জল প্রদানের লক্ষ্যে নিগম এলাকায় ৩৬ টি প্রকল্প হাতে নিয়েছে পুর নিগম জল বোর্ড। এর জন্য জনগণকে কিছুটা সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। ৩৩ নং ওয়ার্ডের অন্তর্গত ভট্টপুকুর স্থিত কালীটিলা এলাকার জলের সমস্যা সমাধানে নির্মিত জলের ট্যাংক করেছেন। আগামী এক থেকে দেড় মাসের ভেতর এই প্রকল্পটি চালু হলে এলাকার ২০০ টি বাড়ি উপকৃত হবে বলে জানান তিনি। ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই পরিশ্রুত পানীয় জল সরবরাহ কেন্দ্রটি।

আগরতলা শহরের বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। যা নিরসনে পুর নিগম, জল বোর্ড ও স্মার্ট সিটি প্রজেক্ট যৌথভাবে কাজ করে চলেছে। সমস্যা সমাধানে নিগম আন্তরিক। ফলে এই প্রকল্প চালু হলে শহরের জলের সমস্যা কমবে বলে আশ্বস্ত করেন মেয়র। পাশাপাশি এদিন মেয়র এলাকার রাস্তাঘাট, জল নিষ্কাশন ব্যবস্থা এবং হাওড়া নদীর দু’পাশে তৈরি হওয়া স্মার্ট সিটির কাজ পরিদর্শন করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য