স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ মার্চ : ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে ফের সরব হল টিআইএসএফ। মঙ্গলবার টিআইএসএফ-এর পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির নিকট। এইদিন টিআইএসএফ-এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদে গিয়ে পর্ষদ সভাপতির হাতে তুলে দেয় স্মারক লিপি।
পর্ষদ সভাপতির নিকট ডেপুটেশন প্রদান করার পর টিআইএসএফ-এর এক নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে দীর্ঘ দিন ধরে তারা আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু এখনো তাদের দাবি পূরণ হয় নি। তাই এইদিন ফের একবার পর্ষদ সভাপতির নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।