স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : আগামী ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। কিন্তু এরই মধ্যে সম্প্রতি দুর্গা পুজার শুরু থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দু সংখ্যা লঘু ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণের ঘটনা ঘটে চলছে। তাঁর জেরে ত্রিপুরা রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সামাজিক মাধ্যমেও প্রতিবাদের ঝড় বইছে। দাবি উঠেছে দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব বয়কটের। তাই সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে আপাতত দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব স্থগিত রাখা হয়েছে। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের সহকারী হাই কমিশনার মহম্মদ জোবায়েদ হোসেন জানান ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর আগরতলাতে দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব হওয়ার কথা ছিল। সার্বিক ব্যবস্থাপনাও হয়ে গিয়েছিল। কিন্তু এরই মধ্যে বাংলাদেশে সহিংসতার ঘটনা ঘটে গেছে। তাঁর জেরে ত্রিপুরা রাজ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাই সবকিছু বিবেচনা করে আপাতত দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের বিষয়ে ত্রিপুরা সরকারকেও জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।