স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা। মঙ্গলবার অসুস্থ রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মাকে দেখতে বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বেসরকারি হাসপাতালে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী কথা বলেন অসুস্থ মন্ত্রী এন সি দেববর্মার সাথে।
শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে মুখ্যমন্ত্রী কথা বলেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে। মুখ্যমন্ত্রী জানান বর্তমানে মন্ত্রী এনসি দেববর্মা সুস্থ রয়েছেন। রক্ত চাপ ও সুগারের রয়েছে। খাবারের ক্ষেত্রে এখনো কিছু সমস্যা রয়েছে। তা স্বাভাবিক হয়ে গেলে ওনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।