স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মার্চ : দ্বিতীয়বারের মতো আমতলী থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো আমতলী এলাকার কুখ্যাত মাফিয়া বিপ্লব মজুমদার। আমতলী ভোলাগিরি আশ্রম সংলগ্ন এলাকার রঘু মজুমদারের ছেলে বিপ্লব মজুমদার। সে আমতলী এলাকায় মাফিয়া বলে পরিচিত। সে গত ২০১৩ সালে আমতলী থানায় কর্মরত এর টিএসআর জওয়ানকে মারধর করেছিল। পরে তার বিরুদ্ধে আমতলী থানার পুলিশ একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে পুলিশ। যার নম্বর ০৪/২০২৩।
ইতিমধ্যে সে কোন এক অদৃশ্য শক্তির আশীর্বাদ নিয়ে আমতলী থানা সংলগ্ন বাইপাস সড়কের পাশে অবৈধভাবে সরকারি জমি দখল করে একাধিক দোকান ভিটি তৈরি করছিল। বুধবার রাতে সে আমতলী থানার পুলিশকে লক্ষ্য করে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করতে থাকে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা তার ভয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসেনি পরে আমতলী থানার পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং থানায় নিয়ে আসার পর পুলিশকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। আমতলী থানার পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে বুধবার রাতেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরেই বিপ্লব মজুমদারের যন্ত্রণায় অতিষ্ট হয়ে উঠেছিল এলাকাবাসীরা। সকলের ধারণা মাফিয়া বিপ্লব মজুমদারের পেছনে কোন বড় মাপের মাথা পরোক্ষ ভাবে মদত রয়েছে। মাফিয়া বিপ্লব মজুমদারের এই ধরনের কর্মকাণ্ডে গোটা এলাকা জুড়ে দাবি উঠছে এলাকার বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল যেন খুব শীঘ্রই তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে। তবে তদন্তের স্বার্থে আমতলী থানার পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে কোন তথ্য প্রকাশ করেনি।