স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মার্চ : কৈলাসহরের ভিতর পাখিরবাদা এলাকায় স্ত্রীকে দা দিয়ে আক্রমণ করার অভিযোগে গ্রেপ্তার স্বামী। বুধবার রাতে কৈলাশহর মহিলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুবঝার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। কৈলাসহর মহিলা থানার ওসি জানান ২০ ফেব্রুয়ারি কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত ইয়াজিখাওরা এলাকার বাসিন্দা আব্দুল জালাল তার নিজ বাইক নিয়ে শ্বশুরবাড়ি অর্থাৎ কৈলাসহরের ভিতর পাখিরবাদা এলাকায় যায়।
সেখানে গিয়ে সে ধারালো দা দিয়ে স্ত্রী রুকিয়া বেগমের মাথায় আঘাত করে। এতে রুকিয়া বেগম গুরুতর ভাবে আহত হয়। ঘটনার দিন উত্তেজিত জনতা অভিযুক্ত আব্দুল জালালের বাইকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘটনার দিনই কৈলাসহর মহিলা থানায় আক্রান্ত রুকিয়া বেগম স্বামী আব্দুল জালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। থানায় মামলা দায়ের হওয়ার পর অভিযুক্ত গা ঢাকা দেয়। অবশেষে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহরের কুবঝার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে কৈলাশহর মহিলা থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধৃত অভিযুক্তকে আদালতে সোপর্দ করে কৈলাশহর মহিলা থানার পুলিশ।