Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যসাত দিনের বিধানসভা অধিবেশন বসবে ২১ মার্চ থেকে

সাত দিনের বিধানসভা অধিবেশন বসবে ২১ মার্চ থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মার্চ : ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনকে সামনে রেখে বুধবার বিধানসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বিএসি কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রী রতন লাল নাথ, বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, মুখ্য সচেতক কল্যাণী রায় সহ বিএসি কমিটির অন্যান্য সদস্য সদস্যারা। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ২১ মার্চ থেকে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন।

বিএসি কমিটির বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান বিরোধীদের দাবি ছিল এক সপ্তাহের প্রতি দিন অধিবেশন হোক। শুধুমাত্র ছুটির দিন বাদ দিয়ে। বিরোধীদের দাবির থেকে এক দিন বেশি এইবার অধিবেশন বসবে। ২১ মার্চ থেকে শুরু হবে অধিবেশন। শেষ হবে ১ এপ্রিল। এই সময়ের মধ্যে মোট ৭ দিন অর্থাৎ ২১,২৪,২৫,২৬,২৭,২৮ মার্চ ও ১ এপ্রিল অধিবেশন বসবে।

 অধিবেশনে যত বেশি আলোচনা হবে তত বেশি সুবিধা হবে। তাই এইবার ৭ দিন অধিবেশন বসবে। অধিবেশনের প্রথম দিন অর্থাৎ ২১ মার্চ বাজেট পেশ করা হবে। প্রথম সাপ্লিমেন্টারি বাজেট পেশ করা হবে। তারপর ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট পেশ করা হবে বলে জনানা মন্ত্রী রতন লাল নাথ। সাধারণত বিএসি কমিটির বৈঠকে সরকার পক্ষ থেকে যত কম সম্ভব অধিবেশন করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এইবার দেখা যায় ব্যতিক্রম। এইবার বরং সরকার পক্ষ বেশিদিন অধিবেশন করার পক্ষে প্রস্তাব দিয়েছে। এবং সেই প্রস্তাব গৃহীত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য