স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মার্চ : বুধবার অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা। পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রথম পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারন সভা অনুষ্ঠিত হয় এইদিন।
পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী প্রয়াত হওয়ার কারনে এই সভা হতে কিছুটা দেরি হয়েছে বলে জানায় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল। তিনি আরও জানান গত ছয় মাসে কাজের কতটা অগ্রগতি হয়েছে এবং আগামিদিনে কি কি কাজ করা হবে সেই বিষয়ে এইদিনের সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।