স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মার্চ : ঘরে-বাইরে বড় চাপের মুখে বেকার দরদি সরকার। প্রতিদিন রাস্তায় নামছে হাজার হাজার বেকার। কারণ নিয়োগ প্রক্রিয়ার স্লথ গতিতে হতাশ বেকার মহল। সরকারের তালবাহানায় তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। ২০২২ সালে রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর যথারীতি শারীরিক পরীক্ষা হয়। ২০২৪ সালে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।
অথচ গত তিন মাসে এখন পর্যন্ত তাদের বাছাই করার তালিকা প্রকাশ করা হয়নি। বহুবার তারা আন্দোলন করে সরকারের কাছে দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি। বুধবার তারা পুনরায় রাজধানীর শিশু বিয়ার স্কুলের সামনে জমায়েত হয়। তারপর শত শত বেকার পুলিশের বাধা অতিক্রম করে মিছিল করেন। মিছিল শেষে পুলিশের সদর কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া যেন সম্পূর্ণ করে দপ্তর। একই অবস্থা ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নিয়োগ প্রক্রিয়া নিয়ে। শুধুমাত্র গড়িমসি করে নিয়োগ প্রক্রিয়া ঢিলেমি করছে বলে মনে করছে বেকাররা। শুধু তারাই নয় এভাবে প্রতিদিন রাস্তায় নামছে এস.টি.জি.টি এবং জেল পুলিশের বেকাররাও। সকলেই হতাশ বর্তমান সরকারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে। কোন একটি নিয়োগ প্রক্রিয়া যদি সম্পূর্ণ করতে সরকারের ৫ থেকে ৬ বছর লেগে যায় তাহলে বেকারদের উৎসাহ যেমন হারাবে তেমনি বয়স উত্তীর্ণ হবে। সুতরাং সময়ের মূল্য সরকার বেকারদের ফিরিয়ে দিতে পারবে না। এমনটাই মনে করছে সচেতন মহল।