স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মার্চ : দৈনিক বারো ঘন্টা দায়িত্ব পালন করেও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। বুধবার ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার সংঘের ত্রিপুরা প্রদেশ শাখার পক্ষ থেকে রাজধানীর বিদুর কর্তা স্থিত বিএমএস -এর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে উত্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদিকা মিনা দেবনাথ।
তিনি বলেন, দৈনিক ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেও তাদের পারিশ্রমিক অত্যন্ত কম। যে মহার্ঘ ভাতা তাদের পারিশ্রমিক হিসেবে দেওয়া হচ্ছে সেটা দিয়ে বর্তমান সময়ে সংসার পরিচালনা করা যায়না। অথচ তাদের কাজের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি ও দেওয়া হচ্ছে না। তাই তারা দশ দফা দাবিতে সরব হয়েছেন।
তাদের দাবি অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ২৪ হাজার টাকা এবং সহায়িকা দের ২১ হাজার টাকা করা এবং অবসরে চলে যাওয়ার সময় অঙ্গনওয়াড়ি কর্মীদের এককালীন ৫ লক্ষ টাকা এবং সহায়িকাদের তিন লক্ষ টাকা প্রদান করা। এছাড়া অবসরে যাওয়ার পর অঙ্গনওয়াড়ি কর্মীদের পাঁচ হাজার টাকা এবং সহায়িকাদের ৩০০০ টাকা করে দেওয়ার জন্য দাবি জানান।