স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মার্চ : এস টি জি টি উত্তীর্ণ সকল বেকারদের অবিলম্বে নিয়োগ করা, শিক্ষা বিভাগে শিক্ষক ও শিক্ষক সকল শূন্য পদ অবিলম্বে পূরণ করা সহ তিন দফা দাবিতে বুধবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ সামিল হয় অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ইয়ুথ অর্গানাইজেশনের কর্মী সমর্থকরা। এ আই ডি ওয়াই ও -র রাজ্য সভাপতি ভবতোষ দে জানান, রাজ্য সরকার বেকারদের চাকরি প্রদানের বিষয়ে উদাসীন।
বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বেকারদের নিয়োগ করছে না। শুধু তাই নয় নতুন করে নিয়োগ করার জন্য যেসব পরীক্ষা হয় তারও আয়োজন করা হচ্ছে না। শিক্ষা বিভাগে ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল হবার পর বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাবে পঠন-পাঠন ব্যাহত হচ্ছে। প্রতি বছর ছাত্র-ছাত্রীদের ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। বিগত বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রায় ৫০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে ২০২২ সালে ২৩০-জন বেকার যুবক এস টি জি টি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।বিদ্যালয়গুলিতে শূন্যপদ থাকা সত্ত্বেও তাদের এখনও নিয়োগ করা হচ্ছে না।
এই এস টি জি টি পরীক্ষায় উত্তীর্ণ বেকাররা নিয়োগের দাবিতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর নিকট কয়েকবার দেখা করার চেষ্টা করেছে। কিন্তু মুখ্যমন্ত্রী তাদের দেখা করার কোন সুযোগ দিচ্ছেন না। গত ৭-মার্চ এই বেকার যুবকরা মুখ্যমন্ত্রীর নিকট দেখা করার জন্য গেলে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এ আই ডি ওয়াই ও-এর ত্রিপুরা রাজ্য কমিটি রাজ্যের শিক্ষা বিভাগের নিকট দাবি জানায় অবিলম্বে এস টি জি টি উত্তীর্ণ সকল বেকারদের অবিলম্বে নিয়োগ করা, শিক্ষা বিভাগে শিক্ষক ও শিক্ষক সকল শূন্য পদ অবিলম্বে পূরণ করার।