স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মার্চ : আগরতলা শহরের বিভিন্ন পুকুর গুলিকে সংস্কার করে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। রাজধানীর শিববাড়ি সংলগ্ন পুকুরটিও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। শুক্রবার পুকুরটি সরজমিনে ঘুরে দেখেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
সাথে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, পুর নিগমের কমিশনার ডাঃ শৈলেস কুমার যাদব সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন মুখ্যমন্ত্রীর বিশেষ অনুরোধে শিব বাড়ি সংলগ্ন পুকুরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পুকুরটির জল নষ্ট হয়ে গিয়েছিল। অমৃত-২ প্রকল্পে পোণে ৩ কোটি টাকা ব্যয় করে পুকুরটি সংস্কার করা হচ্ছে। যাতে করে মানুষ পুকুরটি ব্যবহার করতে পারে। এইদিন তিনি কাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন। পুকুরের পাশে থাকা পরিবার গুলির যেন কোন ক্ষতি না হয়, তা খতিয়ে দেখা হয়েছে।