স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মার্চ : গোপন সংবাদের ভিত্তিতে দুর্গা চৌমুহনী ফাঁড়ির পুলিশ ও পশ্চিম আগরতলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে লংকামুড়া এলাকা থেকে গাঁজা সহ এক যুবককে আটক করে। ধৃত যুবকের নাম রানা শেখ।
তার বাড়ি রাজধানীর গোয়ালাবস্তি এলাকায়। তার কাছ থেকে ১১ টি প্যাকেটে ২ কেজি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা বলে জানান সদর মহকুমার পুলিশ আধিকারিক দেব প্রসাদ রায়। তিনি আরও জানান ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃত যুবককে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।