Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যশনিবার জাতীয় লোক আদালতে নিষ্পত্তির  জন্য উঠবে ২১,২৪৭ মামলা

শনিবার জাতীয় লোক আদালতে নিষ্পত্তির  জন্য উঠবে ২১,২৪৭ মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মার্চ : আগামী ৮ই মার্চ,২০২৫ ইংরেজি,  শনিবার, রাজ্যে বসছে এবছরের প্রথম জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে। মোট ৪২ টি বেঞ্চে  ২১,২৪৭  টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।

জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৩৪০ টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩,৫০৯  টি মামলা, বিএসএনএলের বিল পরিশোদ সংক্রান্ত ১,২৪৫ আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট) ১৫,৮১৫ টি মামলা, বৈবাহিক বিরোধের ২৬০ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৫২ টি মামলা, ক্রেতা স্বার্থ সংক্রান্ত ১০ টি মামলা,  চাকরি সংক্রান্ত বিষয় ৮টি,  এবং দেওয়ানি সংক্রান্ত ৫ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে।

  ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ/উভয়পক্ষকে নোটিস দেওয়া হয়েছে। লোক আদালতে নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা গত ৩ মার্চ থেকে সংশ্লিষ্ট জেলা আইনসেবা কর্তৃপক্ষ ও মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে মামলার প্রি-কনসিলিয়েশন বা নিষ্পত্তির সুবিধা নিচ্ছেন ।  লোক আদালতে নোটিসপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন অধিকার মিত্র-রা (প্যারা লিগ্যাল ভলান্টিয়ার) । দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিস্ট সবাইকে  মামলা নিষ্পত্তির সুবিধা নিতে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব শ্রীমতি ঝুমা দত্ত চৌধুরী  আবেদন করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য