স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মার্চ : বুধবার রাতে ৫ টি বার্মিজ গরু সহ একটি গাড়ি আটক করল ধর্মনগর থানার পুলিশ। জানা যায় বুধবার রাতে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার নাকা চেকিং পয়েন্টে সন্দেহ জনক TR-05G-1794 নাম্বারের একটি মালবাহী বুলেরো গাড়ি আটক করে।
গাড়িটিকে দাড় করানোর সাথে সাথে গাড়ি চালক পালিয়ে যায়। পরবর্তী সময় গাড়িটি থেকে উদ্ধার হয় ৫ টি বার্মিজ গরু। ধর্মনগর থানার ওসি জানান গভীর রাতে বার্মিজ গরু বোঝাই গাড়িটিকে আটক করা হয়েছে। গরু গুলিক বেআইনি ভাবে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির চালক ও গরু গুলির মালিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।