Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যআগামী দিন রাষ্ট্র ও সমাজ গঠনে মহিলাদের বড় ভূমিকা থাকবে : মেয়র

আগামী দিন রাষ্ট্র ও সমাজ গঠনে মহিলাদের বড় ভূমিকা থাকবে : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মার্চ : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূলত বাল্যবিবাহ, অন্যান্য সামাজিক বিধি নির্মূলীকরণ এবং মহিলাদের স্বশক্তিকরণ ভাবনা নিয়ে এদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌরহিত্য করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আগরতলা পুর নিগমের সকল কর্পোরেটররা। এইদিনের আলোচনা সভার শুরুতে পুর নিগমের মহিলা কর্পোরেটরদের সংবর্ধনা জানানো হয়।

 পরে এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন, আন্তর্জাতিক নারি দিবসকে সামনে রেখে এইদিন আগরতলা পুর নিগমের পক্ষ থেকে নারী দিবস পালন করা হয়েছে। নারীদের সুরক্ষা সম্পর্কে সচেতন করা এবং নারীদের অধিকার সম্পর্কে সকলকে অবগত করার জন্য মূলত এই অনুষ্ঠান। বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার নারীদের বিভিন্ন ক্ষেত্রে সচেতন থেকে কাজ করছে। কারণ আগামী দিন রাষ্ট্র ও সমাজ গঠনে মহিলাদের বড় ভূমিকা থাকবে। তাই তাদের সম্মান প্রদর্শন করার জন্য এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, নারীদের আর্থ, সামাজিক উন্নয়নের লক্ষ্যে যে সকল প্রকল্প গুলি রয়েছে সেই গুলি নিয়ে এইদিন আলোচনা করা হয়েছে। সংবিধান প্রদত্ত নারীদের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে এইদিন বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য