স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ : ষষ্ঠ তপশিলি সহ উপজাতিদের চার দফা দাবি আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস তিন মার্চ। সোমবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্ব। বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি ও তিপরা মথা জাতি, উপজাতির মধ্যে বিভেদ তৈরি করার জন্য চেষ্টা করছে। থানসার নাম করে অনুপজাতি বিদ্বেষ, অপরদিকে কেন্দ্র এবং রাজ্যের সরকার তিপ্রাল্যান্ডের স্লোগান তুলে উপজাতিদের প্রভাবিত করছে। একই সাথে থানসার নাম করে উপজাতিদের বিভ্রান্ত করা হচ্ছে।
অথচ উপজাতি এলাকায় কোন অর্থনৈতিক পদক্ষেপ বা গণতান্ত্রিক ব্যবস্থাপনা গ্রহণ করছে না সরকার। যার কারণে আজও উপজাতিদের অধিকার গুলি আদায় করা সম্ভব হয়নি। বলে অভিযোগ তুললেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর। তিনি বলেন ভারত সরকারকে উপজাতি এলাকার জন্য অধিক অর্থ হস্তান্তর করতে হবে। পাশাপাশি উপজাতি এলাকায় যথাযথ উন্নয়নের জন্য উদ্যোগ নিতে হবে সরকারকে। এর পাশাপাশি ককবরক ভাষাকে অষ্টম তপশিলি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন বিভেদকে পরাজিত করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। অপরদিকে সাব্রুম কলা ছড়ায় গিয়ে ধনঞ্জয় পার্কের শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।