স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ : চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে ডাকাতি কান্ডের রেশ কাটতে না কাটতেই এবার ফের পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ল নিশি কুটুম্বের দল। ঘটনা রবিবার গভীর রাতের কোন এক সময় চুরাইবাড়ি স্টেশন সংলগ্ন জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে। জানা গেছে, চোরের দল হানা দিয়ে মন্দিরের সর্বস্ব লুট করে নিয়ে যায়। ঘটনা সম্পর্কে মন্দিরে থাকা বৌদ্ধ ভিক্ষুরা জানান, তারা রাতের খাবার সেরে প্রায় রাত দুইটার পর যথারীতি মন্দির বন্ধ করে ও তালা দিয়ে ঘুমিয়ে পড়েন।
সোমবার সকালে তারা ঘুম থেকে উঠে ভিক্ষুরা দেখতে পান মন্দিরের গ্রিল ভাঙ্গা ও সদর দরজাও খোলা অবস্থায় রয়েছে। তখন ভেতরে প্রবেশ করলে দেখা যায় মন্দিরের দুটি দান বাক্স, মাইকের মেশিন ও অন্যান্য যাবতীয় জিনিসপত্র উধাও। এমনকি মন্দিরের ভেতরে থাকা দামী পাথরের বৌদ্ধ মূর্তি গুলিও নিয়ে যায় চোরের দল। পরে খবর দেওয়া হয় স্থানীয় এলাকাবাসী সহ মন্দির কমিটির সদস্যদের। খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে।