স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মার্চ : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে রবিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকায় পথসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অল ইন্ডিয়া স্টেট গভারমেন্ট এমপ্লয়ীজ ফেডারেশন এবং ত্রিপুরা এমপ্লয়ীজ কো-অডিনেশন কমিটির যৌথ উদ্যোগে এই পথ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন টিইসিসি -র প্রচার সম্পাদক সঞ্জয় মিত্র, সংগঠনের নেতৃত্ব মহুয়া রায় সহ অন্যান্যরা।
সংগঠনের নেতৃত্ব মহুয়া রায় জানান, সারা বিশ্বের মতো দেশেও নারীরা নির্যাতনের শিকার। দেশে নারীদের জন্য আইন থাকলেও এর সঠিক বিচার হচ্ছে না। ঘরে ও বাইরে মহিলারা হয়রানির শিকার হচ্ছে। পনের জন্য বলি হতে হচ্ছে গৃহবধূদের। পুরুষদের সাথে নারীদের সমতা থাকার কথা থাকলো বাস্তবে তা পরিলক্ষিত হচ্ছে না। এর বাইরে নয় ত্রিপুরা। এমনটাই অভিযোগ তুলে সকলের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।