স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মার্চ : বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুটি শিশু সহ মোট চারজন। ঘটনা শনিবার রাতে।
আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। জানা যায় শনিবার রাতে জাঙ্গালিয়া এলাকায় আগরতলা উদয়পুর সড়কে TR 07 A 2688 নাম্বারে অটো গাড়ির সাথে TR 07 A 9649 বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় জয়ন্তী সরকার ও তার ছেলে আয়ুষ সরকার, জয়শ্রী ভৌমিক ও তার কন্যা মনিদ্বীপা ভৌমিক। আহতরা সকলে অটো গাড়ি যাত্রী ছিলেন।