স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মার্চ : সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বড়সড় আর্থিক কেলেঙ্কারি। ঘটনা প্রকাশ্যে আসার সাথে সাথে দেখা দিয়েছে চাঞ্চল্য। এই ঘটনায় গ্রেপ্তার ৫ জন। ধৃতরা বর্তমানে তিন দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। অবশেষে এই ঘটনা নিয়ে মুখ খুললেন বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক তথা এই মামলার আইও দুলাল দত্ত। তিনি জানান ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই আর্থিক কেলেঙ্কারি নিয়ে বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের হয়। তৎকালীন মহকুমা পুলিশ আধিকারিক মামলার তদন্ত শুরু করেন।
পরবর্তী সময় তিনি মহকুমা পুলিশ আধিকারিকদের দায়িত্ব গ্রহণ করার পর এই মামলার তদন্ত ভার ওনার হাতে হস্তান্তর করা হয়। মামলার তদন্তক্রমে তিনি ৫ জনকে গ্রেপ্তার করেছেন। যদিও অভিযোগ পত্রে দুই জনের নাম ছিল। কিন্তু তদন্তে দেখা যায় মোট ৫ জনের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকেছে। তাই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চার জন সরকারি কর্মচারী। তাদেরকে ইতিমধ্যে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। ধৃতরা বর্তমানে তিন দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। ২০১৮ সাল থেকে অভিযুক্তরা মোট ২৯ লক্ষ ৪ হাজার ১৪২ টাকা নিজেদের একাউন্টে ঢুকিয়ে নেয়। তবে এই টাকা উদ্ধার করা সম্ভব হয় নি। কারন ধৃতরা এই টাকা খরচ করে নিয়েছে।
২০১৮ সাল থেকে অভিযুক্তরা অর্থ আত্মসাৎ করা শুরু করলেও বিষয়টি কারো নজরে আসে নি। প্রায় সাড়ে ৬ বছরের মাথায় বিষয়টি সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত আধিকারিকদের নজরে আসে। তারপর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মামলা দায়ের করা হয়। জানা যায় ধৃতরা মূলত টিএ বিলের টাকা, বেতনের টাকা এবং ফেস্টিভ্যাল এলাউন্সের টাকা আত্মসাৎ করেছিল। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য দেখা দিয়েছে। যদিও মামলার তদন্তকারি অফিসার এখনো তদন্ত প্রক্রিয়া জারি রেখেছেন। এখন দেখার তদন্তে আর কি কি তথ্য বেরিয়ে আসে।