Sunday, March 23, 2025
বাড়িরাজ্যলেক চৌমুহনি বাজার পরিদর্শনে গেলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি

লেক চৌমুহনি বাজার পরিদর্শনে গেলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মার্চ : রাজ্য রাজনীতি অন্যতম বিষয় হয়ে উঠেছে রাজধানীর লেক চৌমুহনী বাজারের উচ্ছেদ অভিযান। শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দলের চলছে তর্জার লড়াই। রবিবার সকালে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির একটি প্রতিনিধি দল বাজারে যান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুধন দাস। তিনি বলেন গত ২৬ ফেব্রুয়ারি আগরতলা পুর নিগম অমানবিকভাবে বাজার থেকে প্রায় পাঁচ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানপাট বুলডোজার দিয়ে উচ্ছেদ করে দিয়েছে।

 তারা দীর্ঘ ৫০ থেকে ৬০ বছর ধরে বাজারে ব্যবসা করে আসছে। অথচ সরকার কোনরকম পরিকল্পনা না গ্রহণ করে তাদের অমানবিক ও বর্বরতা মূলক ভাবে উচ্ছেদ করেছে। সেদিন রাত বারোটার পর থেকে এই অভিযান চালানো হয়। ফলে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের। তিনি আরো বলেন, উত্তর প্রদেশ এবং দিল্লী থেকে বুলডোজারের সংস্কৃতি আমদানি হয়েছে। এগুলি উন্নয়নের সহায়ক নয়। ধ্বংসের পথে নিয়ে যেতে বুলডোজারের সংস্কৃতি আমদানি করেছে বর্তমান শাসক দল পরিচালিত আগরতলা পুর নিগম।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য